ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নড়াইলে নাশকতার আশঙ্কায় আটক আরও ১৪

ডিস্ট্রিস্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
নড়াইলে নাশকতার আশঙ্কায় আটক আরও ১৪

নড়াইল: নাশকতার আশঙ্কায় নড়াইলের বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে আটক করেছে পুলিশ।
 
বুধবার (৩১ ডিসেম্বর) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় লোহাগড়া থানায় ৭ জন, কালিয়া থানায় ৪ জন ও নড়াগাতী থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।

এর আগে সকালে নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়ন জামায়াতের আমির ইব্রাহিম ফকিরসহ (৪৫) ১১ জনকে আটক করে পুলিশ। এ নিয়ে এ জেলায় এ পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।