সিলেট: সিলেটে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সোয়া ১১ টায় নগরীর শেখঘাট এলাকায় হরতালের সমর্থনে জামায়াত শিবির মিছিল বের করলে এ সংঘর্ষ হয়।
আটককৃতরা হলেন আশরাফ আহমদ, নরুল ইসলাম ও আব্দুল্লাহ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে জানান, হরতালের সমর্থনে নগরীর শেখঘাট পয়েন্টে ঝটিকা মিছিল বের করে জামায়াত–শিবির নেতাকর্মীরা। পুলিশ মিছিলকারীদের বাধা দিলে পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন জামায়াত শিবির কর্মীরা। এ সময় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ। একপর্যায়ে জামায়াত শিবির কর্মীরা পালিয়ে যায়।
পরে ‘শুভেচ্ছা ৩৪৮’ নম্বর বাসায় তল্লাশি চালিয়ে সেখান থেকে আশরাফ আহমদ, নরুল ইসলাম ও আব্দুল্লাহকে আটক করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪