ঢাকা: সরকারের উন্নয়নমূলক কাজে বাধা দিতেই এই হরতাল। যে কারণে দেশের মানুষ এ হরতাল মানে না বলে মন্তব্য করেছেন, তেজগাঁও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা চৌধুরী মালা।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর সিএ ভবনের সামনে তেজগাঁও থানা আওয়ামী লীগের উদ্যেগে হরতালবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার যখন ভালো কাজ করতে থাকে ঠিক সেই সময় বিএনপি জামায়াত বিনা কারণে হরতাল দিয়ে উন্নয়নের কাজে বাধা সৃষ্টি করে।
তিনি বলেন, হরতালের নামে যদি কোনো অরাজকতা সৃষ্টি করা হয়, তাহলে ছাড় দেওয়া হবে না।
এ সময় হরতাল বিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন, সরদার আব্দুল রশিদ, শ্রমিক নেতা খোকন খান, আনিসুর রহমান আনিস, সাখায়েতুল হায়দার বিপ্লব, হারুনুর রশিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪