ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে জেলা আ’লীগের হরতাল বিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
রাজশাহীতে জেলা আ’লীগের হরতাল বিরোধী মিছিল

রাজশাহী: রাজশাহীতে হরতাল বিরোধী মিছিল ও পথসভা করেছে আওয়ামী লীগ।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়।



এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। মিছিলটি মহানগরীর সিএন্ডবি মোড় ও জিপিও প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ে যখন সারাদেশের মানুষ সন্তুষ্টি প্রকাশ করছে, ঠিক তখনই স্বাধীনতা বিরোধী সংগঠন জামায়াতে ইসলামী হরতাল ডেকে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। আর তাদের মদদ দিচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তাই অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে।

পথসভা থেকে হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর মোড় থেকে হরতাল বিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা বের করার ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়া এদিনের পথসভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।