ফেনী: জামায়াতের ডাকা দেশব্যাপী দুইদিনের হরতালের প্রথম দিন বুধবার (৩১ ডিসেম্বর) ফেনীতে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জামায়াত-শিবিরের সাত কর্মীকে আটক করেছে পুলিশ।
মানবতাবিরোধী আপরাধে দলের সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে এ হরতাল ডেকেছে জামায়াত।
বুধবার সকালে ফেনীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। ফেনী জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আটক সাতজনের মধ্যে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের শিবির কর্মী মোহাম্মদ ইসমাইল (২৪), ফেনী শহর শিবির কর্মী আইয়ুব আলী (২৬), বসুরহাট এলাকার শিবির কর্মী মুজাহিদুল ইসলাম (২৫), ফুলগাজী উপজেলা জামায়াত কর্মী আবুল কাশেম (৪০), কর্মী আবুল হোসেন (৪৫) ও তার ছেলে ফখরুল ইসলাম (২৫)। অপরজনের নাম জানা যায়নি।
সকালে হরতালের শুরুতেই শহরে বড় মসজিদ, মহিপাল ও এসএসকে রোডে কয়েকটি ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। খবর পেয়ে পুলিশ এলে তারা পালিয়ে যায়।
হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি ফেনীতে। দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটগুলোতে সিএনজি চালিত অটোরিকশাসহ ছোট-বড় যানবহন চলাচল করছে। জেলার সঙ্গে উপজেলাগুলোর যোগাযোগও স্বাভাবিক রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশেও কিছু যানবাহন চলাচল করছে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪