রংপুর: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা দুই দিনের হরতালের প্রথম দিনে রংপুরে কোনো প্রভাব পেড়েনি।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়ককে স্বাভাবিক রয়েছে যান চলাচল।
খোলা রয়েছে স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান। সকাল ১১টার পর থেকে নগরীর দোকান পাট খুলতে শুরু করে। এ সময় হরতাল সমর্থনে কোনো পিকেটারকে কোথাও দেখা য়ায়নি।
তবে এদিন ভোরে নগরীর হাজির হাট এলাকায় শিবির-কর্মীরা ৬টি নৈশ কোচ ভাংচুর করে। এছাড়া, জেলার বিভিন্ন এলাকায় অভিয়ান চালিয়ে পুলিশ ৬ শিবির-কর্মীকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
তিনি বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া য়ায়নি।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪