ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মাগুরায় হরতালে জামায়াত-বিএনপির ৯ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
মাগুরায় হরতালে জামায়াত-বিএনপির ৯ নেতাকর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় মাগুরায় জামায়াত শিবির ও বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মধ্যরাত থেকে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়।



মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় বাংলানিউজকে জানান, আটক জামায়াত-বিএনপির নেতাকর্মীরা হচ্ছেন- সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়ন জামায়াতের আমির শামীম হোসেন, শালিখার বুনাগাতি ইউনিয়ন জামায়াতের আমির লাল মহম্মদ, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা শিবিরের প্রচার সম্পাদক ইছাহাক হোসেন, বায়তুল মাল সম্পাদক হাসান ইমাম, পৌর জামায়াতের সাথী সদস্য সোহেল আহমেদ, মহম্মদপুর জামায়াতের কর্মী আলী জিন্নাহ খান, হাফেজ মফিদুল ইসলাম, মাওলানা রকিবুল ইসলাম ও বিএনপি কর্মী মিরাজ খান।

এছাড়া হরতালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।