ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আজহারের নিজ এলাকায় হরতালের প্রভাব নেই

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
আজহারের নিজ এলাকায় হরতালের প্রভাব নেই ছবি: সংগৃহীত

রংপুর: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা হরতালের কোনো প্রভাব নেই আজহারের নিজ এলাকা রংপুরের বদরগঞ্জে।

দুই দিনের হরতালের প্রথম দিন বুধবার (৩১ ডিসেম্বর) তার গ্রামের বাড়ি বদরগঞ্জের কোথায় কোনো মিছিল বা পিকেটিং লক্ষ্য করা যায়নি।



সকাল থেকেই উপজেলা শহরের দোকানপাট ও বিভিন্ন অফিস খোলা ছিল। অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক রয়েছ। তবে বন্ধ রয়েছে দুরপাল্লার যানবাহন চলাচল।

ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন   বদরগঞ্জ রেলস্টেশন মাস্টার মাজেদ আলী।

শহরে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিজিবির টহল অব্যাহত রয়েছে।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বাংলানিউজকে বলেন, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।