সিলেট: হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ছাত্রলীগ।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সংগঠনের সভাপতি শাহরিয়ার আলম সামাদের নেতৃত্বে নগরীর তালতলা থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে রুপ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এমদাদ রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রশিদুল ইসলাম রাশেদ, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সুজেল আহমদ তালুকদার প্রমুখ।
এসময় সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪