ঢাকা: রাজধানীর গুলিস্তানে শ্রাবণ পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলিস্তানে আহাদ পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শ্রাবণ পরিবহনের ওই গাড়িটি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসে। যাত্রী নামিয়ে পার্কিংয়ের জন্য ওই এলাকায় আসলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বত্ত্বরা।
গাড়িতে যাত্রী না থাকায় এবং পেছনে আগুন লাগায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বেশ কিছু সিট পুড়ে গেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪