যশোর: যশোরের নওয়াপাড়ায় আওয়ামী লীগের তিন নেতার ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নওয়াপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় নওয়াপাড়া পৌর কাউন্সিলর ও খুলনা আঞ্চলিক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা দিলীপ সাহা এবং সুশান্ত দাস শান্তর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে এসব দোকান ও বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
পৌর কাউন্সিলর রবিন অধিকারী ব্যাচা অভিযোগ করে বাংলানিউজকে বলেন, অভয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেকের লোকজন তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে দিয়েছে। এতে তাদের নগদ টাকাসহ ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা সোয়া ৭টার দিকে অবরোধ চলছিলো।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়ের উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪