বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের পৃথক অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে।
রোববার (০৪ জানুয়ারি) রাত ৮টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক হয়।
পুলিশ জানায়, বেনাপোলের পুটখালী সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবি সদস্যরা সাত নারী-পুরুষকে আটক করে।
তারা হলেন, যশোরের শাহাদৎ আলীর স্ত্রী লতিফা বেগম (১৮), সাহেব আলীর ছেলে শাহাদৎ হোসেন (২৯), নড়াইলের তারেখ মোল্লার স্ত্রী আনোয়ারা (৩০), আনিসুরের ছেলে আকাশ (১৮), আহাদের ছেলে বিল্লাল (১৯), ওলিয়ারের ছেলে জামাল (১৭) ও নাজমুলের ছেলে সুমন (১৯)।
এদিকে, বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে পোর্ট থানা পুলিশ পাঁচ যুবককে আটক করে।
তারা হলেন, যশোরের ঝিকরগাছার দেলোয়ারের ছেলে ইদ্রিস আলী (২০), বিল্লাল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (২২), মফিজের ছেলে মহিউদ্দিন (২৫), নূরউদ্দিনের ছেলে শরিফ (৩১) ও তাহাজুরের ছেলে আল আমিন (২৬)।
আটকদের অপরাধের ধরণ অনুযায়ী মামলা দিয়ে সোমবার দুপুরে যশোর আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫