ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঐতিহ্যবাহী সকল আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা রয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৫
ঐতিহ্যবাহী সকল আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা রয়েছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে গণতান্ত্রিক প্রগতিশীল প্রতিটি সংগ্রামে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ। আত্মত্যাগের বিনিময়ে বিজয় ছিনিয়ে এনেছে।

বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, আটান্নর আইয়ুববিরোধী আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ৬ দফার পক্ষে অংশগ্রহণসহ সকল দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ছাত্রলীগ।

রোববার (০৪ জানুয়ারি) ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের সাতমাথায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মমতাজ উদ্দিন বলেন, দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ঊনসত্তরে বঙ্গবন্ধুকে কারামুক্ত করা, সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভসহ একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে স্বাধীনতার বিজয় ছিনিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাত্রলীগ। শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনেও অংশ নেয় ছাত্রলীগ।

তাই দেশবিরোধী সকল চক্রান্তের বিরুদ্ধে উপমহাদেশের সর্ববৃহৎ প্রাচীন ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহবান জানান প্রবীণ এই নেতা।  

জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাশরাফি হিরোর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, আওয়ামী লীগ নেতা জেলা পরিষদ প্রশাসক ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  টি জামান নিকেতা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন নবাব, শহর আওয়ামী লীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, সাজেদুর রহমান সাহীন, সুলতান মাহমুদ খান রনিসহ অন্যরা।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য ৠালি বের করা হয়। ৠালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে, সকাল ৭টায় শহরের টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সোয়া ৭টায় বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ এবং বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের পুনর্নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ০৬১১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।