ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আওয়ামী লীগ জঙ্গিবাদের পৃষ্ঠপোষক: জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০

ঢাকা: ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ  জামায়াত ইসলামী।

শনিবার বিকেলে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় দলটির শীর্ষ নেতারা এ মন্তব্য করেন।



সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে ২০ থেকে ২৬ জুলাই দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে মহানগর জামায়াত এই মত বিনিময় সভার আয়োজন করে।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘১৯৭৯ সালের ২৫ আগষ্ট জামায়াত এ দেশে কার্যক্রম শুরু করে। সেই থেকে ১৯৯৬ পর্যন্ত দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়। সুতরাং জামায়াত নয়, আওয়ামী লীগই এ দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এবং মদদদাতা। ’

নিজেদের জঙ্গি দমনকারী হিসেবে দাবি করে তিনি বলেন, ‘জেএমবি শায়খ আব্দুর রহমানদের বিচারের করে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস আজ আমদেরই জঙ্গি বলা হচ্ছে। ’

১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ ১৬ জঙ্গি সংগঠনের তালিকা প্রকাশ করেছিল দাবি করে এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘ওই সময় তারা ১৬টি জঙ্গি সংগঠনের অস্তিত্ব কোথায় পেল। ’

তিনি আরো বলেন, ‘আইনী লড়াইয়ের মাধ্যমে আমরা প্রমাণ করব জামায়াতের একজন কর্মীও জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ত নয়। জামায়াত যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকলে দেশের মানুষ জামায়াতকে এতটা সমর্থন দিতো না। ’  

জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বলেন, সরকারের গোয়েন্দা সংস্থা এবং কতিপয় পত্রিকা  সিন্ডিকেট করে জামায়াত জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত বলে অপপ্রচার চালাচ্ছে। পুরো বিষয়টিই একটি ষড়যন্ত্র যা অন্যদের (ভারত) ইঙ্গিতে হচ্ছে। ’

মকবুল আহমাদ আরো বলেন, ‘সংবিধান সংশোধন কমিটি সর্বদলীয় হয়নি। এর কোনো আবেদন জনগণের কাছে নেই। এই অসাংবিধানিক কাজ পরিহার না করলে জনরোষের মুখে সরকারকে করুণ পরিণতি বরণ করতে হবে। ’

মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এমপির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন, অ্যাড. আব্দুর রাজ্জাক, অ্যাড. গিয়াসউদ্দিন মিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময় ১৯০৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।