ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় মধ্যরাতে ৩ ট্রাকে আগুন, ২টি খাদে

মোমেনুর রশিদ সাগর, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
গাইবান্ধায় মধ্যরাতে ৩ ট্রাকে আগুন, ২টি খাদে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ৩টি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এছাড়া পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলায় অবরোধকারীদের ধাওয়ায় ২টি ট্রাক খাদে পড়ে ৭ জন আহত হয়েছেন।



বৃহস্পতিবার দিনগত রাত ১১ টা থেকে রাত সাড়ে ১২ টার মধ্যে এসব ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ট্রাক চালক জেলার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, রংপুরের কিশোরগঞ্জ থেকে আলু ভর্তি ট্রাক নিয়ে ঢাকার শ্যামপুরের উদ্দেশে  যাচ্ছিলাম। পথে পলাশবাড়ী উপজেলা সদরের পলাশবাড়ী ফিলিং স্টেশন এলাকায় ৮/১০ জনের একদল অবরোধকারী ট্রাকের দু’দিক থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এর আগেই হেলপারসহ আমি লাফিয়ে পড়ায় প্রাণে রক্ষা পাই।

ক্ষতিগ্রস্ত আরেক ট্রাকের হেলপার চট্রগ্রাম এলাকার দিদার মিয়া বাংলানিউকে জানান, ওই একই সময়-এলাকায় তার ট্রাকে ভাঙচুরসহ পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় অবরোধকারীরা। এসময় দ্রুত ট্রাকে থাকা বোতলের পানি ঢেলে আগুন নেভানোয় ক্ষতি কম হয়।

এছাড়া একই সময় উপজেলা সদরের মহেশপুর-ব্র্যাক মোড়ের কাচামাল হাটিতে অপর আরেকটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা।

অপর দিকে, পলাশবাড়ী উপজেলার মহেশপুর ও জেলার সাদুল্যাপুর উপজেলার বত্রিশ মাইল এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অবরোধকারীদের ধাওয়ায় দু’টি ট্রাক উল্টে খাদে পড়েছে। এতে মহেশপুর এলাকায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও বত্রিশ মাইলে ট্রাকে থাকা ৭জন পান ব্যবসায়ী আহত হয়েছেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও দেবাশিষ চন্দ্র বাংলানিউজকে জানান, আহদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর  রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।