ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে অবরোধের বলি মোটরসাইকেল আরোহী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
লক্ষ্মীপুরে অবরোধের বলি মোটরসাইকেল আরোহী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে অবরোধের বলি হয়ে নিহত হয়েছেন মো.ইউছুফ আলী (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী। এ ঘটনার জের ধরে উত্তেজিত যুবলীগকর্মীরা বিএনপি-জামায়াত সমর্থিত দুই জনের দুইটি মোটরসাইকেল অগ্নিসংযোগ ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়।



বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে রামগতি লক্ষ্মীপুর সড়কের কমলনগরের হাফিজিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউছুফ নোয়াখালী সদর উপজেলার আন্ডার চর এলাকার আবদুল হাসিমের ছেলে। তার লাশ কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। কমলনগরের যুবলীগ নেতাকর্মীরা নিহত ইউছুফকে যুবলীগ নেতা দাবি করলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের ভাই আবদুল মতিন জানান, রাত সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল যোগে কমলনগর থেকে পাশ্ববর্তী নোয়াখালীর আন্ডার চরে নিজ বাড়ি যাচ্ছিলেন তারা। মোটরসাইকেল চালিয়ে হাফিজিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছলে রাস্তার ওপর গাছের গুড়ি দেখে মোটরসাইকেল গতি কমিয়ে আনলে পিছন থেকে কে বা কারা লাঠি দিয়ে আঘাত করে। এতে আমরা দুই ভাই পড়ে যাই। পরে স্থানীয়দের সহযোগিতায় কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ছোট ভাই ইউছুফের মৃত্যু হয়।

কমলনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) কবির আহাম্মদ মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তায় ফেলে রাখা অবরোধকারীদের গাছের গুড়ির ধাক্কায় নিহত হয়েছেন; নাকি হামলায় মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে মোটরসাইকেলের পিছনে বসা তার বড় ভাই আবদুল মতিন আহত হননি, সুস্থ আছেন।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।