ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে শনিবার সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
ফরিদপুরে শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে শনিবার (১০ জানুয়ারি) ফরিদপুরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল ৯টায় সংবাদ সম্মেলন করে হরতালের এ ঘোষণা দেওয়া হয়।



সংবাদ সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকর হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল্লাহ সরদার বাবু, হাসানুর রহমান মৃধা, আবুল কালাম আজাদ, জয়নাল প্রামাণিক, আবু সাইদ তন্ময়, লিটন বিশ্বাস, মামুন ফারাজি, সাজ্জাদ, আরিফ, হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে লিখিত বক্তব্য পাঠ করে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকর হোসেন জুয়েল।

এসময় তিনি বলেন, ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, প্রিপার স্প্রে নিক্ষেপ, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও রাষ্ট্রদ্রোহী মামলা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে এ হরতাল আহবান করা হলো।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফরিদপুরে পূর্ণদিবস সর্বত্মাক হরতাল পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।