ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে ছাত্রশিবির ও ছাত্রদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
বরিশালে ছাত্রশিবির ও ছাত্রদলের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে অবরোধে মহানগর ছাত্রশিবির ও ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন বরিশাল-আমিরগঞ্জ সড়কের টেক্সটাইল মিল এলাকায় সড়ক অবরোধ করা হয়।

এ সময় সড়কের ওপর অগ্নিসংযোগ করে বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রশিবির।

এসময় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষে সড়কে ইট ফেলে রাখা হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবিরকর্মীরা সেখান থেকে চলে যায়।

অপরদিকে, নগরীর বগুড়া রোডে ছাত্রদল নেতা মশিউর রহমান মঞ্জুর নেতৃত্বে সড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ মিছিল করা হয়।

এছাড়া নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদ ও রুপাতলী থেকে আন্তরুটে বাস চলাচল স্বাভাবিক রযেছে। লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।