ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শাহ‍জাদপুরে ককটেল বিস্ফোরণ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
শাহ‍জাদপুরে ককটেল বিস্ফোরণ, আটক ২ প্রতীকী

ঢাকা: রাজধানীর শাহজাদপুরে ঝটিকা মিছিল করেছে অবরোধ সমর্থনকারী একটি দল। এ সময় তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।



শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন গুলশান থানার ওসি তদন্ত ফিরোজ কবির।

তিনি বলেন, দুপুরে ১০/১৫ জনের একটি দল অবরোধের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটনায়। এ সময় তারা বাসে অগ্নিসংযোগের চেষ্টা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।

উল্লেখ্য, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করতে না দেওয়া ও বিএনপি চেয়ারপাসনকে অবরুদ্ধ করে রাখা ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ডাক দেয় ২০ দলীয় জোট।
 
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।