ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনীতে গাড়ি ভাঙচুর শিবিরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
ফেনীতে গাড়ি ভাঙচুর শিবিরের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে গাড়ি ভাঙচুর করেছে ছাত্রশিবির।

শুক্রবার সকালে শহরের বিভিন্ন সড়কে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করে এ ভাঙচুর চালায়।



প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাসির মেমোরিয়াল কলেজ সংলগ্ন স্থানে অবরোধকারীরা ২টি কাভার্ডভ্যান ও ৩টি মাইক্রোবাস ভাঙচুর করে। এ সময় শহরের সেন্ট্রাল হাইস্কুলের সামনে সিএনজি চালিত ১২টি অটোরিকশা ও শহরের এসএসকে সড়কে আরো ৫টি অটোরিকশা ভাঙচুর করা হয়।

এদিকে, অবরোধে নাশকতা এড়াতে বিভিন্ন সড়কের মোড়ে-মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী কড়া নজরদারি রয়েছে। শহরের বাড়ানো হয়েছে র‌্যাব-পুলিশের টহল।

ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ বাংলানিউজকে জানান, যেকোন নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।