ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সোনাগাজীতে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
সোনাগাজীতে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৪

ফেনী: ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে চার জন আহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়‍ারি) বেলা ১২টার দিকে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের মাহবুব মিয়ার বাজারে এ ঘটনা ঘটে।



স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই বাজারে দীর্ঘদিন ধরে যুবলীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে যুবলীগ কর্মী আবুল কালাম (৩৫), আশরাফুল ইসলাম (২৮), মাসুদ (২৬) ও ছাত্রলীগ কর্মী সবুজ (২২) আহত হয়। তাদের সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) সৈয়দুল মোস্তফা বাংলানিউজকে জানান, তিনি বিষয়টি জানেন না।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।