ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শমসের মবিনের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
শমসের মবিনের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ শমসের মবিন চৌধুরী

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা মহানগর হাকিম ইমদাদুল হকের আদালতে তাকে হাজির করা হয়।

 

এরপর শাহবাগ থানার পরিদর্শক শহিদুল হক ভূঁইয়া শমসের মবিন চৌধুরীকে ১০ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেন।

বিকেলে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শাহবাগ থানার জিআরও মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, শমসের মবিন চৌধুরীর স্ত্রী সাহেদা ইয়াসমিন চৌধুরী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন শমসের মবিন চৌধুরীকে ওয়ারেন্ট বা অভিযোগ ছাড়াই বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আটক করে নিয়ে যাওয়া হয়।

তখন তিনি তার বনানী ডিওএইচএসর বাসায় অবস্থান করছিলেন।

এরপর রাত ১২টা ১০ মিনিটে শমসের মবিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শুক্রবার আদালতে নিয়ে যাওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

** ওয়ারেন্ট ছাড়াই শমসের মবিনকে আটকের অভিযোগ স্ত্রীর
** শমসের মবিন চৌধুরী আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।