ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে শিবির কর্মীকে গণপিটুনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
সিরাজগঞ্জে শিবির কর্মীকে গণপিটুনি ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সড়কে অবরোধক‍ালে এক শিবির কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।

শুক্রবার সকালে সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলতলী এলাকায় এ ঘটনা ঘটে।


 
আটক শিবির কর্মী গাজীউর রহমান বিলতলী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, সকালে শিবিরের নেতাকর্মীরা বিলতলী এলাকায় অবরোধের সমর্থনে সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের চেষ্টা করে।

এ সময় স্থানীয়রা অবরোধকারীদের ধাওয়া করে শিবির কর্মী গাজীউর রহমানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

পরে আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।