ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় গ্রেফতার ৪৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
বগুড়ায় গ্রেফতার ৪৩ ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরসহ ৪৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

শ‍ুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



তিনি জানান, সন্ত্রাস ও নাশকতা বিরোধী অভিযানে বগুড়ার বিভিন্ন এলাকা থেকে ৪৩জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে সবাই বিভিন্ন মামলার আসামি। এরমধ্যে নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বিএনপি-জামায়াতের নেতাকর্মীও রয়েছেন।  

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া বিশেষ অভিযান শুক্রবার বিকেল পর্যন্ত চলে। গত ২৪ ঘণ্টার এ অভিযানে শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা (৩০) ও সারিয়াকান্দী উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুতজ্জামান বিশু (৪৫) গ্রেফতার হয়েছেন।

এছাড়া বিভিন্ন মামলার আসামি বিএনপি-জামায়াতের আরও ১৯ জনসহ ৪৩আসামিকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।