ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মির্জা আব্বাসের বাসায় পুলিশি তল্লাশি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
মির্জা আব্বাসের বাসায় পুলিশি তল্লাশি মির্জা আব্বাস

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসায় আবারও তল্লাশি চালিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে তৃতীয় দফায় তল্লাশি চালানো হলো তার বাসায়।



শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সাদা পোশাকধারী সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একটি দল তার শাহজাহানপুর এলাকার বাসায় প্রবেশ করে তল্লাশি চালায়।

সূত্র জানায়, তল্লাশি চালাকালে বাসায় মির্জা আব্বাস বা তার স্বজন কেউ ছিলেন না। তবে মির্জা আব্বাসের ব্যাপারে বাসার কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে আইন-শৃঙ্খলা বাহিনী।

প্রায় আধাঘণ্টা তল্লাশি চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে তার বাসা ছেড়ে চলে যায় আইন-শৃঙ্খলা বাহিনী।

এর আগে, ৩ ও ৫ জানুয়ারিও মির্জা আব্বাসের বাসায় তল্লাশি চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।