ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অ্যামনেস্টি-হিউম্যান রাইটস বিএনপির দালাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
অ্যামনেস্টি-হিউম্যান রাইটস বিএনপির দালাল ছবি : রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচকে বিএনপি-জামায়াতের দালাল আখ্যা দিয়ে বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২ টায় সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় তারা এ দাবি জানান।

আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

জোটের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে এতে আলোচনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এমপি, ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।

প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস দুষ্কৃতিকারীদের সহযোগীতে পরিণত হয়েছে। তারা বিএনপি নেত্রী আর মহাসচিবের মানবাধিকার দেখছে, মানুষের অধিকার নিয়ে কথা বলে না।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জালিয়াতি ও মিথ্যাচারের জন্য বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে হাছান মাহমুদ আরও বলেন, এখন বিএনপি শুধু জনগণের নয়, ইসলামেরও শত্রু।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ বিএনপির দালাল। তারা মানবাধিকার সংস্থার নামে কলঙ্ক। এরা মানবাধিকারের নামে জামায়াত-বিএনরি দালালি করে, বাংলাদেশ সরকারের সমালোচনা করে। বাংলাদেশে এদের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত।

সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, সুরুজ আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন, উপদেষ্টা জিএম আতিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।