ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
রূপগঞ্জে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ছবি: ফাইল ফটো

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



৫ জানুয়ারি থেকে বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে রোববার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় ১০/১২ জন অবরোধকারী অবস্থান নেয়। এসময় তারা দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী মাসুদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ আসার আগেই অবরোধকারীরা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।