ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
নারায়ণগঞ্জে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সোমবার (১২ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার ও নারায়ণগঞ্জে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়।



রোববার (১১ জানুয়ারি) নগর বিএনপির সাধারণ সম্পাদক এটি এম কামাল হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান সোমবারের হরতালকে সফল করার জন্য সব নেতাকর্মীকে আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।