ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে হরতালের সমর্থনে মিছিল, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
গাজীপুরে হরতালের সমর্থনে মিছিল, আটক ৩ ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুর শহরের শিববাড়ি ও চেরাগ আলী এলাকা থেকে হরতালের সমর্থনে মিছিলের চেষ্টাকালে মহানগর ছাত্রদল নেতা তিন স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২জানুয়ারি) দুপুরে এসব ঘটনা ঘটে।



প্রত্যক্ষদশীরা জানান, দুপুর দেড়টার দিকে গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় মহানগর ছাত্রদল মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ ধাওয়া করে মহানগর ছাত্রদল নেতা ও জেলা ছাত্রদলের সহ সমাজকল্যাণ সম্পাদক নাজমুল খন্দকার সুমনকে (৩৫) আটক করে।

এর আগে টঙ্গীর চেরাগ আলী থেকে মিছিলের চেষ্টাকালে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ হাওলাদার (৪৫) ও ছাত্রদল নেতা ইকরামুল হককে (৩০) আটক করে পুলিশ।

এদিকে শ্রীপুরের নয়নপুর এলাকায় হরতালের সমর্থনে জেলা ছাত্রদল নেতা আতাউর মোল্লার নেতৃত্বে একটি মিছিল বের হয়। এ সময় তারা বেশ ক’টি গাড়ি ভাঙচুর করে এবং একটি ট্রাকে আগুন দেয়।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম পিপিএম বাংলানিউজকে জানান, সোলায়মান নামের এক আওয়ামী লীগ নেতার সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে আগুন দেওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘন্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।