ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঈশ্বরদীতে চলন্ত গাড়িতে পাথর নিক্ষেপ, আহত ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
ঈশ্বরদীতে চলন্ত গাড়িতে পাথর নিক্ষেপ, আহত ১

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে চলন্ত পিকআপভ্যানে পাথর ও ইট-পাটকেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা।

এ সময় পাথরের আঘাতে জহির উদ্দিন নামে এক মুরগি ব্যবসায়ী আহত হয় ও গাড়ির কাঁচ ভেঙে যায়।



সোমবার বিকেলে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে কুষ্টিয়াগামী একটি পিকআপ ভ্যানে ব্রয়লার মুরগি নিয়ে যাচ্ছিলেন জহির উদ্দিন। পথে নওদাপাড়া এলাকার একটি রাস্তার গলি থেক হঠা‍ৎ করে শিবির কর্মীরা একের পর এক ইটপাটকেল ও পাথর ছুঁড়তে থাকে।

এতে পিকআপের সামনের কাঁচ ভেঙে চালকের  পাশে বস‍া মুরগি ব্যবসায়ী জহির উদ্দিন মাথায় ও হাতে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

ঈশ্বরদী থানার ভারত্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাউকে পায়নি।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।