ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হাইকোর্ট থেকে জামিন নিলেন মীর নাসির, তৈমুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
হাইকোর্ট থেকে জামিন নিলেন মীর নাসির, তৈমুর তৈমুর আলম খন্দকার ও মীর মোহাম্মদ নাসির উদ্দিন

ঢাকা: বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে গোপালগঞ্জে দায়ের করা মানহানির মামলায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও গাড়ি ভাংচুরের মামলায় বিএনপির সহ আইন সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ ২১ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার পৃথক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ এসব জামিনের আদেশ দেন।



আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

আইনজীবী বশির উল্লাহ বলেন, বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে গোপালগঞ্জে দায়ের হওয়া এক মানহানির মামলায় মীর নাসির এবং নারায়ণগঞ্জে গাড়ি ভাঙচুরের পৃথক মামলায় তৈমুর আলম খন্দকার জামিন পেয়েছেন। তৈমুরের সঙ্গে একই মামলার আরো ১৯ আসামি আগাম জামিন পেয়েছেন।

আদালত তাদের আবেদন নিষ্পত্তি করে দিয়ে চার সপ্তাহের জামিন দিয়েছেন বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী বশির উল্লাহ।

মীর নাসিরের বিরুদ্ধে দায়ের করা উভয় মামলায় বিচারিক আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিলো বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান।

বিএনপি নেতা মীর নাসিরের মামলায় তারেক রহমানও আসামি। এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় দায়ের হওয়া একই ধরনের একটি মামলায় হাইকোর্ট থেকে মীর নাসির জামিন নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।