ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নড়াইলে যাত্রীবাহী বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
নড়াইলে যাত্রীবাহী বাসে আগুন ছবি: প্রতীকী

নড়াইল: নড়াইলের মহাজন বাসস্ট্যান্ডে ঢাকাগামী বিকাশ পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
 
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।


 
বাসের তত্ত্বাবধায়ক তুষার কানিত্ম বৈদ্য জানান, বাসটি মহাজন বাসস্ট্যান্ডে পার্কিং করা ছিল। হঠাৎ করে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে গাড়িটি ভস্মিভূত হয়ে যায়।
 
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গাইন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
 
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।