ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হরতালের সমর্থনে শাবি শিবিরের ঝটিকা মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
হরতালের সমর্থনে শাবি শিবিরের ঝটিকা মিছিল

সিলেট: সিলেট নগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের গ্রেফতারের প্রতিবাদে ডাকা বুধবারের (১৪ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির।

মঙ্গলবার রাতে (১৩ জানুয়ারি) শহরতলীর তেমুখী-টুকেরবাজার সড়কে মিছিল বের করে শিবিরের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নেতাকর্মীরা।



শাবি শিবিরের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিলে ২০-২৫ জন নেতাকর্মী এতে অংশ নেয়। তবে পুলিশ আসার আগেই তারা দ্রুত স্থান ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘন্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।