ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ আটক ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
ঝিনাইদহে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ আটক ২৫

ঝিনাইদহ: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি, ছাত্রদল, যুবদল, ও জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়।



আটকদের মধ্যে ঝিনাইদহ সদর থানায় ১২ জন, শৈলকুপা থানায় ৩ জন, মহেশপুর থানায় ৪ জন, কালীগঞ্জে ২জন, কোটচাঁদপুরে  ২ জন ও হরিণাকুন্ডু উপজেলায় ২ জন রয়েছেন।
 
গ্রেফতার বিএনপি নেতাদের মধ্যে ঝিনাইদহ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক এনামুল হক মুকুল, ছাত্রদলের কেসি কলেজ শাখার সভাপতি মনিরুজ্জামান মাসুম, আশরাফুল ইসলাম আশা, এনামুল হক, জালাল উদ্দীন, হরিণাকুন্ডুর হাফিজুর রহমান, বদর উদ্দীন ও যুবদল নেতা আলম রয়েছেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে আদালতের মাধ্যমে আটকদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাদের মুক্তি দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।