ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে ৩ গাড়িতে দুর্বৃত্তদের আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
রাজধানীতে ৩ গাড়িতে দুর্বৃত্তদের আগুন ছবি: জাহিদ সায়মন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বিভিন্নস্থানে দু’টি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারের আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।



বুধবার (১৪ জানুয়ারি) দুপুর একটা থেকে দেড়টার মধ্যে ঘটনাগুলো ঘটে।

জানা যায়, রাজধানীর গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের সামনে ঢাকা-নারয়ণগঞ্জগামী বন্ধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুরোপুরি পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ।

এদিকে, ধানমন্ডি ২৭ নম্বরে মিরপুর-মতিঝিল রুটে চলাচলকারী একুশে পরিবহনের একটি যাত্রীবাহী ‍বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া আসাদগেটে আড়ংয়ের সামনে একটি প্রাইভেটকারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, প্রাইভেটকারে আগুন দেওয়ার ঘটনায় মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে কর্মীরা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।