ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে ২০ দলের ১৭ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
মেহেরপুরে ২০ দলের ১৭ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

মেহেরপুর: মেহেরপুরে নাশকতার আশঙ্কায় ২০ দলীয় জোটের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



মেহেরপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আটক নেতাকর্মীদের মধ্যে মেহেরপুর সদর থানার আটজন, গাংনীতে ছয় ও মুজিবনগর থানার তিনজন রয়েছে।

এরা হলেন-সদর উপজেলার রাইপুর ও রাজনগর গ্রামে অভিযান চালিয়ে জান মহাম্মদের ছেলে মেহেদী হাসান (৪৫), আব্দুল জলিলের ছেলে মোমিনুর রহমান (৪০), শুকুর আলীর ছেলে রুহুল আমিন (৪১), আব্দুল জব্বার (৪৫), হারুন অর রশিদের ছেলে সাহাবুদ্দীন (৩৬), আব্দুর রহিমের ছেলে মজিবুর রহমান (৪০) জাদু মণ্ডলের ছেলে জামাল উদ্দীন (৩৭) ও আওয়াজ আলীর ছেলে বকুল শেখ (২৬), গাংনী উপজেলার বড়বামুন্দী গ্রামের মুনছার আলীর ছেলে আনারুল ইসলাম (৩০), কড়ইগাছি গ্রামের রবগুল হোসেনের ছেলে মতিয়ার রহমান (৩৭), নওদামটমুড়া গ্রামের মিরাজ হোসেন (৫৫), একই গ্রামের একরাম হোসেন (৪৮), সাহেবনগর গ্রামের সাহাবুদ্দীন আহম্মেদ (৫০)ও একই গ্রামের রেজাউল হক (৪৮), মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের মওকত আলীর ছেলে মুক্তি হোসেন (৪২), শবিপুর গ্রামের ছলেমান হোসেনের ছেলে সাহাবুদ্দীন আহম্মেদ (৪০) ও ইসলাম আলীর ছেলে লিখন মিয়া (৩২)।

পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বাংলানিউজকে জানান, অবরোধ ও হরতালে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে রাতভর পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে ২০ দলীয় জোটের ১৭ জনকে আটক করে।

নেতাকর্মীদের ১৫১ ধারায় আটক দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।