ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সরকারের গুপ্তবাহিনীর শিকার রিয়াজ রহমান: রিজভী

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
সরকারের গুপ্তবাহিনীর শিকার রিয়াজ রহমান: রিজভী রিয়াজ রহম‍ান / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো )

ঢাকা: বিএনপি চেয়রপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহম‍ান সরকারের গুপ্তবাহিনীর শিকার হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির  যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার দুপ‍ুরে গোপন কোনো স্থান থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।



একই বিবৃতিতে সবাইকে ১৫ জানুয়ারি হরতাল পালনের আহবান জানিয়ে তিনি বলেন, চুড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত অবরোধও চলতে থাকবে।

বিবৃতিতে রিজভী বলেন, এই ভোটারবিহীন সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করার জন্য গুপ্তঘাতকদের নামিয়ে দিয়েছে বিভিন্ন পাড়ায়, মহল্লায়। এরই নির্মম শিকার হয়েছেন পেশাদার কূটনীতিক রিয়াজ রহমান।

তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার দ্বিতীয় পর্যায়ের বাকশালী দু:শাসনের চরমসীমায় উপনীত হয়েছে। সকল বিরোধী মত এবং দলকে নিশ্চিহ্ন করে শতকরা ৫ ভাগ ভোট পেয়ে অবৈধ একদলীয় শাসনকে টিকিয়ে রাখার জন্য তারা দেশব্যাপী এখন রক্তগঙ্গা বইয়ে দেয়ার কর্মসূচিতে লিপ্ত হয়েছে।

বিএনপি’র যুগ্ম মহাসচিব বলেন, তবে একদলীয় বাকশালী দু:শাসনের এটি শেষ অন্ধকার। এই অন্ধকার দূরীভূত করার জন্য মৃত্যুকে জয় করার ব্রত নিয়ে ২০ দলীয় জোটসহ আপামর জনসাধারণ এখন দুর্বার আন্দোলনে অংশগ্রহণ করছে।

তিনি বলেন, শতকরা ৫ ভাগ জনসমর্থনের এই অবৈধ সরকারকে রক্ষার জন্য যারা জনগণের আন্দোলনের ওপর দমন পীড়ন চালাচ্ছেন তারা কেউই রেহাই পাবেন না। দেশের জনগণ তাদের বিচার নিশ্চিত করবেই। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ করে তাঁর প্রতি অমানবিক আচরণসহ অশ্লীল কথাবার্তা যারা বলছেন তারাও এদেশের মানুষের ক্রোধ থেকে কখনোই রেহাই পাবেন না।

রিজভী বলেন, গতরাতে (মঙ্গলবার) বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমানের ওপর হামলা এবং তাঁকে গুলি করে গুরুতর আহত করার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী ১২ ঘণ্টার সর্বাত্মক হরতাল আহবান করা হয়েছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য ২০ দলীয় জোটের ডাকা এ হরতাল এবং চলমান অবরোধ কর্মসূচি স্বত:স্ফুর্তভাবে পালনের জন্য দেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানাই।  

তিনি আরো বলেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশব্যাপী অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।