ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
বগুড়ায় ককটেল বিস্ফোরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া জেলা শহরের শেরপুর রোডের ইয়াকুবিয়া মোড়ে পুলিশ সদস্যদের উপস্থিতিতে পরপর দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।



বুধবার(১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

সংবাদ পেয়ে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(এ-সার্কেল) মোহাম্মদ নাজির আহমেদ খান, গোয়েন্দা পুলিশ পরিদর্শক(ওসি/ডিবি) আমিরুল ইসলামসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইয়াকুবিয়া মোড়ের সড়কের উভয় পাশে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। হঠাৎ পার্শেল সার্ভিস এস এ পরিবহনের সামনে রাস্তায় পরপর দু’টি ককটেল বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান তারা। এরপর দ্রুত তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাসার জানান, দায়িত্বরত পুলিশ সদস্যরা কয়েক রাউন্ড শর্টগানের গুলি ‍ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। এ সময় সড়কের উভয় পাশে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ককটেলের স্প্লিন্টারে এস এ পরিবহনের জানালার কাচ ভেঙে গেলেও তেমন কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৫১৭  ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।