ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পাকিস্তানের দোসররা কারণ ছাড়াই হরতাল-অবরোধ দিচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
পাকিস্তানের দোসররা কারণ ছাড়াই হরতাল-অবরোধ দিচ্ছে ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি নির্বাচনে যায়নি এটি তাদের ভুল। এ জন্য আজ দেশের সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে।

পাকিস্তানের দোসররা কোনো কারণ ছাড়াই সম্প্রতি হরতাল ও অবরোধের ডাক দিচ্ছে। ক্রমান্নয়ে দেশকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাবেদ)।

বুধবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির ৮ম দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ভূমি প্রতিমন্ত্রী বিএনপিসহ ২০ দলীয় জোটের প্রতি ইঙ্গিত করে বলেন, পাকিস্তনের দোসররা বিনা কারণে হরতাল ডেকে দেশে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। তবে তাদের এই অপচেষ্টাকে সামনে এগুতে দেওয়া হবে না।

তিনি বলেন, নাশকতা চেষ্টাকারীদের কঠোরভাবে দমন করা হবে।

অনুষ্ঠান উদ্বোধক হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণবশত তারা আসতে পারেননি।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নেতারা তাদের বক্তব্যে বিভিন্ন দাবি উপস্থাপন করেন।

বিভিন্ন দেশের কারাগারে আটক জেলেদের মুক্তি, সহজ শর্তে জেলেদের ঋণপ্রদান, শতভাগ জেলেকে আইডি কার্ড (পরিচয়পত্র) ও খাদ্য সহায়তা প্রদান, মৎস্য আইন প্রণয়ন করে জেলেদের সাজা কমানো, নিহত জেলে পরিবারকে ন্যূনতম ২ লাখ টাকা সহায়তা প্রদান, জেলেদের নিরাপত্তা ও মৎস্য বিষয়ে সব প্রকল্পে জেলেদের প্রতিনিধি নিয়োগ এবং জলডাকাত দমনে ত্রিদেশীয় বৈঠকসহ আরো বেশ কিছু দাবি সরকারের উদ্দেশে তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি ইসরাইল পণ্ডিত, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।