ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হরতাল পালনের আহ্বান জামায়াতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
হরতাল পালনের আহ্বান জামায়াতের

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী ।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে এক সংবাদ বিবৃতিতে সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দলের পক্ষ থেকে এ আহ্বান জানান।



বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না বলেও উল্লেখ করা হয়।

এতে আরও উল্লেখ করা হয়, দেশব্যাপী সরকারের এই হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।