ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কুলিয়ারচরে ট্রাক ও কাভার্ডভ্যানে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
কুলিয়ারচরে ট্রাক ও কাভার্ডভ্যানে আগুন ফাইল ফটো

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচরে দু’টি ট্রাক ও একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে অবরোধকারীরা।
 
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।


 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাজরা-তারাকান্দি বাসস্ট্যান্ডে একটি বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে মিছিল থেকে মহাসড়কে চলাচলরত দু’টি ট্রাকে ও একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে কুলিয়ারচর থেকে দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  
 
কুলিয়ারচর দমকল বাহিনীর ওয়্যার হাউজ ইন্সপেক্টর নাইম ইবনে হাসান বাংলানিউজকে জানান, দু’টি ট্রাক ভষ্মিভূত হয়েছে। কাভার্ডভ্যানটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  
 
কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাশেম এসব বিষয় বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  
 
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।