ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সোনাগাজীতে যুবদল নেতার বাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
সোনাগাজীতে যুবদল নেতার বাড়িতে আগুন

ফেনী: ফেনীর সোনাগাজী সদর ইউনিয়ন যুবদলে সভাপতি হোসেন আহাম্মদের বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।



দলীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই ইউনিয়নের সুজাপুর গ্রামের মুক্তিযোদ্ধা হাফেজ আহাম্মদের ছেলে যুবদল নেতা হোসেন আহাম্মদের বাড়িতে ঢুকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার বসতঘরসহ দুটি ঘর পুড়ে যায়।

সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক দুলাল এ ঘটনায় ছাত্রলীগ-যুবলীগকে দায়ী করে বলেন, সরকার পতন আন্দোলন ঠেকাতে সরকারদলীয় কর্মীরা যুবদল সভাপতি হোসেনের বাড়িতে আগুন দেয়।

সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু বাংলানিউজকে জানান, এ ব্যাপারে মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।