ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শিবগঞ্জে ২ ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
শিবগঞ্জে ২ ট্রাকে আগুন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মালবোঝাই দু’টি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।  
 
বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে কানসাট পেট্রল পাম্পের সামনে এবং মুসলিমপুর এলাকায় এসব ঘটনা ঘটে।


 
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় সোনামসজিদ থেকে বিভিন্ন গন্তব্যে ৪১টি পণ্যবাহী ট্রাক যাচ্ছিলো। পথে মুসলিমপুর এলাকায় একটি পেঁয়াজ ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে আটকে যায়। অনেক চেষ্টার পরও সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। পরে, রাত ৮টার দিকে অবরোধকারীরা ট্রাকটিতে আগুন দেয়।
 
এদিকে, একই দিক থেকে আসা একটি কয়লা বোঝাই ট্রাক কানসাট পেট্রল পাম্পের সামনে দাঁড়ায়। এ সময় অবরোধকারীরা তাতে আগুন দেয়। এতে সম্পূর্ণ পুড়ে যায় ট্রাকটি।
 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মঈনুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।