ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘বিএনপির মিথ্যা’ ক‍ূটনীতিকদের অবহিত করলেন পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
‘বিএনপির মিথ্যা’ ক‍ূটনীতিকদের অবহিত করলেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী

ঢাকা: বিজেপি প্রধান অমিত শাহের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার টেলিফোন আলাপ ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ছয় কংগ্রেসম্যানের বিবৃতি বিএনপির মিথ্যাচার বলে কূটনীতিকদের জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর গুলিবর্ষণের ঘটনায় দুঃখ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী।



দেশের চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে বুধবার (১৪ জানুয়ারি)  ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ঢাকাস্থ রাষ্ট্রদূতদের অবহিত করার সময় তিনি এসব কথা বলেন। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অনুবিভাগের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রদূত ও কূটনীতিকরা চলমান সহিংসতা, বিশেষ করে প্রাণহানির ঘটনায় তাদের উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে সহিংসতা বন্ধ এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে সব পক্ষকে সংলাপে বসার আহবান জানান।

পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের বলেন, অমিত শাহের ফোন এবং কংগ্রেসম্যানদের বিবৃতি বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে দুটি খবরই মিথ্যা। এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় বিএনপি-জামায়াত জোট গোয়েবলসীয় কায়দায় অপপ্রচার চালাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ বিষয়ে গত ১৬ জানুয়ারি এবং ১৮ সেপ্টেম্বর ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবের বিষয়টি তুলে ধরেন।

তিনি জানান, ইইউ পার্লামেন্ট সহিংসতার নিন্দা করেছে এবং সহিংসতা সৃষ্টিকারী রাজনৈতিক দলগুলোকে এই ধরনের আচরনের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রী সাম্প্রতিক সময়ে তারেক রহমানের বক্তব্য প্রচারে হাইকোর্টের আদেশের বিষয়টি কূটনীতিকদের অবহিত করেন।

রিয়াজ রহমানের উপর হামলার ঘটনায় সরকার তার পরিবার মামলা নয করায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করার কথা রাষ্ট্রদূতদের জানান মন্ত্রী। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করতে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে এ বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া গণতন্ত্রের ব্যাপারে আগের দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করে বাংলাদেশে বাণিজ্যিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এসময় ইইউ রাষ্ট্রদূত বলেন, সহিংসতা বন্ধ করা দরকার কিন্ত গণতন্ত্রের চর্চা এবং বাক স্বাধীনতা যেন খর্ব না হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর পাঠানো তাৎক্ষণিক বিবৃতির বিষয়ে রাষ্ট্রদূত ও কূটনীতিকরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অপরদিকে, ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ইউরোপের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও ইইউ’র কূটনীতিকদের ব্রিফিংয়ের পর রাশিয়া, নরওয়ে,  দি হলি সি ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহিদুল হক।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।