ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে মিছিল থেকে ট্রাকে আগুন, আটক দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
দিনাজপুরে মিছিল থেকে ট্রাকে আগুন, আটক দুই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকল-সন্ধা হরতালের সমর্থনে আয়োজিত মিছিল থেকে একটি ট্রাকে আগুন দিয়েছে বিএনপির কর্মীরা। একইসঙ্গে লিলির মোড়ে ও হাসপাতাল মোড়ে ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা।



এ সময় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় মিছিল থেকে দুজনকে আটক করে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার সময় দিনাজপুরের জেল রোডস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি শহরের  লিলির মোড় এলাকায় পৌঁছে একটি ট্রাক ভাঙচুর করে। পরে একটি আলু বোঝাই ট্রাকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় বিএনপি কর্মীরা। মুহূর্তের মধ্যে সমস্ত ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে।

এরপর মিছিলটি শহরের হাসপাতাল মোড় এলাকায় পৌছে রাস্তার ওপর পার্কিং করা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে।

সংবাদ পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান পিপিএম বাংলা নিউজকে এসব খবর নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।