ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঝালকাঠিতে ট্রাক ভাঙচুর, অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
ঝালকাঠিতে ট্রাক ভাঙচুর, অগ্নিসংযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ঝালকাঠি-বরিশাল মহাসড়কের জেলা শহরের ব্রাক মোড়স্থ মানপাশা টেম্পু স্ট্যান্ডে একটি ট্রাকে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা।

বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে চলন্ত ট্রাক (খুলনা মেট্টো-ল- ১১-০৩৯৮) থামিয়ে ভাঙচুর করে পেট্টোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় অবরোধকারীরা।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) শীলমনি চাকমা জানান, ট্রাকটির তেমন কোনো ক্ষতি হয়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গেই নিভিয়ে ফেলা হয়েছে। দুর্বত্তদের আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

অপরদিকে জেলার রাজাপুরের সোহাগ ক্লিনিক এলাকার মহাসড়কে রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে পালিয়ে যায় অবরোধকারীরা।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।