ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় চিনি-সুজিবাহী ট্রাকে আগুন

স্টাফ করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
বগুড়ায় চিনি-সুজিবাহী ট্রাকে আগুন ছবি : আরিফ জাহান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়‍া জেলা সদরে চিনি ও সুজিবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বগুড়া জেলা সদরের ঝোপগাড়ি এলকায় এ ঘটনা ঘটে।



পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জের কাচপুর থেকে চিনি ও সুজি নিয়ে ট্রাকটি গোবিন্দগঞ্জ যাচ্ছিলো। বগুড়া সদরের ঝোপগাড়ি এলাকায় এলে অবরোধকারীরা ট্রাকে হামলা চালায়।

এসময় তারা ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর চালিয়ে ট্রাকটিতে আগুন দেয়। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

বগুড়া সদর থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) মোহাম্মদ নাজির আহমেদ খান বাংলানিউজকে জানান, অবরোধকারীরা ট্রাকে ইট-পাটকেল নিক্ষেপ ও আগুন দিলেও কেউ আহত হয়নি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।

বাংলাদেশসময়: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।