ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় অবরোধে সংঘর্ষ, আটক ১৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
বগুড়ায় অবরোধে সংঘর্ষ, আটক ১৪

বগুড়া: বগুড়ায় ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ১৪ জনকে আটক করে।



শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের মাটিডালী বিমান মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জেলার শাজাহানপুর উপজেলাধীন বনানীসহ মাটিডালী বিমানমোড় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে পৃথক দু’টি মিছিল ও সমাবেশ করে বিএনপি।   বনানীর কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে শেষ হলেও বিমানমোড়ে ককটেলের বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে জানান, বিমানমোড়ে সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ সমর্থনকারীরা সড়কে কমপক্ষে ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ৯ রাউন্ড গুলি ছোঁড়ে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে ১৪ জনকে আটক করা হয়েছে।  

বনানীতে বিএনপির মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপি’র সভাপতি মাহবুবর রহমান বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ-উন-নবী সালাম, জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার, জেলা ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম এবং মাটিডালী বিমান মোড়ে জেলা বিএনপি’র উপদেষ্টা রেজাউল কমির বাদশা, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহীন, জেলা জাসাসের সভাপতি দেলোয়ার হোসেন পশারী হিরুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, শনিবার চলছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির দ্বাদশ দিন। গত ৫ জানুয়ারি পূর্বঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করতে না দেয়ায় এ অবরোধের ডাক দেয় ২০ দল।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।