ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাজবাড়ীতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
রাজবাড়ীতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে সোমবার (১৯ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।
 
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


 
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজবাড়ী রেলগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি ফলক চত্বরে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
 
এর আগে, জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।   
 
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেক, অ্যাডভোকেট আসাদুজ্জামান লাল, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, জেলা মহিলা দলের দলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, সহ-সাধারণ সম্পাদক গাজী আহসান হাবীব, সদর বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিয়া, সদর বিএনপির সাধারণ সম্পাদক কে এ সবুর শাহিন, পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আহসানুল করিম হিটু, কালুখালী উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজামউদ্দিন শেখ, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক মশিউল আলম চুন্নু, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চাঁদ আলী খান প্রমুখ।
 
সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘মুক্তি’, সারাদেশে বিএনপির গণতান্ত্রিক কর্মসূচিতে সরকারের নিষেধাজ্ঞা, মামলা, নির্যাতন ও নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করা হয়। পরে, এসব দাবিতে রাজবাড়ীতে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপির নেতারা।
 
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।