ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় রোববার ২০ দলের হরতাল, ১৪ দলের জনসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
গাইবান্ধায় রোববার ২০ দলের হরতাল, ১৪ দলের জনসভা

গাইবান্ধা: গাইবান্ধায় পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট ও  ২০ দলীয় জোট।

রোববার (১৮ জানুয়ারি) জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে ২০ দলীয় জোট।

একইদিনে পলাশবাড়ী উপজেলায় জনসভার ঘোষণা দিয়েছে ১৪ দলীয় জোট।

দুই জোটের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা বিরাজ করছে সর্বত্র। এ কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবু বাংলানিউজকে জানান, খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।  

পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৌহিদুল ইসলাম মন্ডল বাংলানিউজকে জানান,  উপজেলা ১৪ দলের উদ্যোগে রোববার বিকেল ৩টায় পলাশবাড়ী এসএম হাইস্কুল মাঠে নাশকতা ও সন্ত্রাসবিরোধী এক জনসভার  আয়োজন করা হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাম্যবাদী দলের সভাপতি ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, পাল্টাপাল্টি কর্মসূচি চলাকালে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।